মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ২নং বাটনাতলী ইউনিয়ন আওয়ামী যুবলীগের আয়োজনে ইউনিয়ন ও সকল ওয়ার্ডের নেতাকর্মীদের নিয়ে কর্মী সম্মেলন-২০২১ অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্প্রতিবার (৭ অক্টোবর) বিকাল ৪টায় উপজেলার ডাইনছড়ি বাজার সংলগ্ন মাঠে বাটনাতলী ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. শফিকুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. লোকমান হোসেন’র সঞ্চালনায় আয়োজিত কর্মী সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকছড়ি উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মো. সামায়উন ফরাজী সামু, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মো. শহিদুল ইসলাম, মো. আসাদুল ইসলাম, ত্রাণ বিষয়ক সম্পাদক মো. নূর আলম, প্রচার সম্পাদক মতিউর রহমান হাসান প্রমূখ।
সমাবেশে ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা বক্তব্য রাখেন। এসময় উপজেলা, ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।