অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:- রাঙ্গামাটি জেলার কাপ্তাই উপজেলায় বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করলেন জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান। বুধবার তিনি প্রকল্প উদ্বোধনের পাশাপাশি কাপ্তাই উপজেলা প্রশাসনের আয়োজনে এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর সভাপতিত্বে উক্ত মতবিনিময় সভায় অনান্যদের মধ্যে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মফিজুল হক , মহিলা ভাইস চেয়ারম্যান উমেচিং মারমা, উপজেলা সহকারী কমিশনার (ভুমি) মাঈনুল হোসেন চৌধুরী, কাপ্তাই থানার ওসি মোঃ নাসির উদ্দীন। উপজেলা পরিষদ কার্যালয়ে আয়োজিত উক্ত মতবিনিময় সভায় সুশীল সমাজের প্রতিনিধিরা উন্মুক্তভাবে তাঁদের মতামত প্রকাশ করেন।
এর পূর্বে একইদিন সকালে জেলা প্রশাসক ওয়াগ্গা ইউনিয়নের সাক্রাছড়ি জুনিয়র হাই স্কুল ও ফুলবাগান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে লাল সবুজ ছাতা বিতরণ ও সীমিত পরিসরে অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এছাড়া ৪নং কাপ্তাই ইউনিয়ন পরিষদে কাপ্তাই হ্রদে মৎস্য আহরণ বন্ধকালীন অতিরিক্ত এক মাস সময়ে নিবন্ধিত ৬শ’ ৮৮ জন জেলের মাঝে বিশেষ ভিজিএফ চাউল বিতরণ, কাপ্তাই শহীদ শামসুদ্দিন উচ্চ বালিকা বিদ্যালয়ের নব-নির্মিত শহীদ মিনার, বিআরডিবি’র আওতায় কাপ্তাই প্রজেক্ট এলাকায় “পানি সরবরাহ প্রকল্প”, উপজেলা পরিষদ চত্বরে নির্মিত সুসজ্জিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল “মৃত্যুঞ্জয়ী মুজিব” এবং উপজেলা পরিষদের আধুনিক ও সু-সজ্জিত সম্মেলন কক্ষে “কিন্নরী” এর উদ্বোধন করেন।