বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে আগুন পুড়ে ছাই হলো নতুন উদ্যোগতা মোঃ আবুল হোসেন এর লাকড়ির মিল। বহুদিনের সাজানো স্বপ্ন, টাকা আয়ের একমাত্র উৎস আগুনের কালো থাবায় ভস্মীভূত হলো।
সোমবার (৪ অক্টোবর) সকাল ১১:০০ ঘটিকায় উপজেলার মাদ্রাসা পাড়ার কাচালং দাখিল মাদ্রাসা সংলগ্ন লাকড়ির মিলে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায় বৈদ্যুতিক
শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়, নিমিষেই পুরো মিলে আগুন ছড়িয়ে যায়। এলাকাবাসী প্রাণপণ চেষ্টায় ১ঘন্টার মধ্যে আগুন যদিও নিয়ন্ত্রণে আসে কিন্তু ক্ষতির পরিমাণটা অনেক বড়, প্রায় ১০ থেকে ১২ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা যায়। মিল মালিকের ছোট ভাই মোঃ জয়নাল আবেদিন, সাং : পৌরসভার ৬নং ওয়ার্ড পূর্ব লাইল্যাঘোনা এলাকার বাসিন্দা তিনি বলেন: লাকড়ি তৈরিতে ব্যবহারিত তুষের স্তুপ, দুইশো মণ লাকড়ি, সকল ধরনের মেশিনারি, পুড়ে গেছে ও একটি গর্ভবতী গাভী আগুনে জ্বলছে গিয়ে মৃত প্রায় অবস্থা।
উক্ত ঘটনাস্থল তাত্ক্ষণিক উপজেলা নির্বাহি কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ আবুল কাইয়ুম, মারিশ্যা ২৭বিজিবি প্রতিনিধি টিম পরিদর্শন করেন।