রাঙ্গামাটির বাঘাইছড়ি থানা পরিদর্শন করলেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন। শনিবার (২ অক্টোবর) তিনি বাঘাইছড়ি থানায় বাৎসরিক পরিদর্শনে আসেন। বাঘাইছড়ি থানায় এটি তার চতুর্থ সফর।
এসময় বাঘাইছড়ি পৌর মেয়র জাফর আলী খান,বাঘাইছড়ি থানা অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান, তদন্ত ওসি মনজুর, মোঃ ইমাম, এস আই মোঃ আসাদ, এস আই হানিফ, ইমতিয়াজ মাহমুদ,ফরিদ, ডিএসবি মতিয়ার রহমান, উপস্থিত ছিলেন।
এদিকে রাঙামাটি জেলা পুলিশ সুপারের আগমনে তাঁদের ফুলেল শুভেচ্ছার মাধ্যমে স্বাগত জানান বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ আনোয়ার হোসেন খান ও পৌর মেয়র জাফর আলী খান। পরে রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর মোদ্দাছ্ছের হোসেন, অত্র থানার পুলিশ সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন এবং থানার বিভিন্ন উন্নয়ন মূলক কর্মকাণ্ড ঘুরে দেখেন, বাঘাইছড়িতে অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় নির্মাণের আগাম বার্তা দিয়ে বলেন, খুব শীগ্রই বাঘাইছড়িবাসীকে পুলিশি সেবা সহজ ভাবে দেওয়ার জন্য অতিরিক্ত পুলিশ সুপারের কার্যালয় নির্মাণ করা হবে, ওসি কে উদ্দেশ্য করে বলেন আপনি জায়গা নির্বাচন করুন, সার্কেল অফিস দ্রুত নির্মাণ করা হবে