ওমর ফারুক আকাশ,গুইমারা:
খাগড়াছড়ির গুইমারায় মনি বেগম (৩৫) নামের এক নারী বজ্রপাতে মারা গেছেন। মঙ্গলবার বিকাল ৩ টার দিকে গুইমারা উপজেলার মুসলিম পাড়ায় বজ্রপাতে এ দুর্ঘটনা হয়।
মৃত মনি বেগম গুইমারা উপজেলার ১ নং ইউনিয়নের ৫ নং ওর্য়াডের মুসলিমপাড়া গ্রামের শরিয়তউল্ল্যার স্ত্রী। তার স্বামী গুইমারা বাজারে শ্রমিকের কাজ করেন বলে জানা যায়।
গুইমারা থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়রা জানায়, মনি বেগম তার বাড়িতে কাজ করছিলেন। বিকাল ৩ টার দিকে হঠাৎ করেই বৃষ্টি শুরু হয়। তার কিছুক্ষণ পর বজ্রপাতে তিনি আহত হয়ে অজ্ঞান হয়ে মাটিতে পড়ে যায়। এ সময় স্থানীয় লোক জন মিলে তাকে উদ্ধার করে মাটিরাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।