মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:-
খাগড়াছড়ির গুইমারা ও মানিকছড়ি উপজেলা সীমান্তে বাস ও কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় বাসচালক খাগড়াছড়ির রামগড়ের মৃত ধনজয় ত্রিপুরা ছেলে কৃষ্ণ ত্রিপুরা, নরসিংদী জেলার পলাশ থানার মালিতা এলাকার মো সামছুদ্দিন মিয়ার ছেলে সবুজ মিয়া, গুইমারা ডাক্তার টিলা এলাকার নিখিল দেবনাথের স্ত্রী সাধনা দেবনাথসহ মোট ছয় জন গুরুত্বর আহত হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা গেছে, মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে গুইমারা উপজেলার হাফছড়ি এলাকায় খাগড়াছড়ি থেকে চট্টগ্রামগামী চিনকি মাওলা পরিবহনের যাত্রীবাহী একটি বাসের (চট্টমেট্রো-জ-০৫-০০১৫) সাথে চট্টগ্রাম থেকে খাগড়াছড়িগামী প্রাণ আরএফএল, কাভারভ্যানের (ঢাকা মেট্রো-অ ১৩-০২৪৫) মুখোমুখি সংঘর্ষে এ দুর্ঘটনা ঘটে।
গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মিজানুর রহনান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান,দূর্ঘটনায় ছয়জন আহত হয়েছে। ঘটনাস্থল থেকে বাস চালকসহ ছয়জনকে উদ্ধার করে পুলিশ চিকিৎসার জন্য মানিকছড়ি হাসপাতালে পাঠিয়েছেন।