নিউটন চাকমা, কাউখালী, রাঙামাটিঃ
শুক্রবার (১০ সেপ্টেম্বর) কাউখালী থানা পুলিশের বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে রাঙামাটি জেলার কাউখালী থানা পুলিশ।
কাউখালী থানা সুত্রে জানা গেছে, অফিসার ইনচার্জ জনাব মো: শহিদ উল্লাহ পিপিএম নিদের্শনায় এএসআই(নিঃ) মোঃ নজরুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে সাজাপ্রাপ্ত পলাতক আসামী অংখ্যাইচিং চৌধুরীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। সে দীর্ঘদিন যাবৎ পলাতক থাকায় আটক করা সম্ভব হয়নি। দীর্ঘদিন তাকে খোজাখুজির পর গোপন সংবাদ পেয়ে আজ তাকে আটক করা হয়। তার বিরুদ্ধে কাউখালী থানায় মামলা রয়েছে। আজ রাঙামাটি জেলা বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।