অর্নব মল্লিক,কাপ্তাই:
মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন গাউসিয়া কমিটি ১১নং চন্দ্রঘোনা শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দীন সিকদার।
করোনাকালীন সময়ে প্রতিনিয়ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছেন গাউসিয়া কমিটির ১১নং চন্দ্রঘোনা ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক মোঃ জসিম উদ্দীন সিকদার। তিনি বর্তমানে কাপ্তাই কাঠ ব্যবসায়ী সমিতির যুগ্ন সম্পাদক পদ সহ বিভিন্ন সংগঠনের গুরুত্বপূর্ন দায়িত্বে কাজ করে যাচ্ছেন। করোনাকালীন সময়ে তাঁর কাজের ব্যস্ততার মাঝেও তিনি মানুষের কল্যানে নিরবিছিন্ন সেবা দিয়ে যাচ্ছেন।
মানবিক ব্যাক্তি মোঃ জসিম সিকদারের সাথে কথা হলে তিনি জানান, করোনায় অনেক হ্রদয় বিদারক ঘটনার স্বাক্ষী তিনি নিজেই। করোনা আক্রান্ত হয়ে মারা যাওয়ায় যখন পরিবার পরিজন সকলে মৃতদেহের পাশে আসছিলেন না তখন তিনি গাউসিয়া কমিটির কর্মীরা সহ সেই মৃত ব্যাক্তির দাফন কাফনে ছুটে গেছেন। শুধু তাই নয়, অনেক অসহায় পরিবারকে তিনি নীরবে সহযোগীতা করেছেন। তিনি আরো বলেন, রাঙ্গুনিয়া উপজেলার কদমতলী ইউনিয়নে তিনি করোনাকালীন সময়ে গাউসিয়া কমিটির সহযোগীতায় মানুষকে সেবাদান কার্যক্রম পরিচালনা করেছেন, বিশেষ করে সম্প্রতি তিনি অক্সিজেন সেবাদান কার্যক্রম শুরু করেছেন এই ইউনিয়নে। ফোন পেলেই করোনা রোগীর বাসায় পৌঁছে দিচ্ছেন অক্সিজেন সেবা। তিনি সকল বিত্তবানদের করোনা কালীন সময়ে অসহায় ব্যাক্তির পাশে থেকে সহযোগীতা করে যাওয়ার আহবান জানান।
এদিকে করোনা থেকে সুস্থ হওয়া চন্দ্রঘোনা ইউনিয়নের বাসিন্দা মোঃ মাইনুল ইসলাম, জাহানারা বেগম, মোঃ ইসমাইল হোসেন সহ কয়েকজনের সাথে কথা হলে তারা বলেন, করোনায় আক্রান্ত হয়ে যখন গৃহবন্দী ছিলাম তখন মানবিক ব্যক্তি জসীম সিকদারকে যখনই ফোন দিয়েছি তখনই তিনি সেবা দিতে ছুটে এসেছেন অথবা সহযোগীতা করতে মানুষ পাঠিয়েছেন।তারা সকলকেই মানবিক এই মানুষটিকে ধন্যবাদ জানান। এছাড়া মানবিক ব্যাক্তি জসিম উদ্দীন সিকদারের এই মানবিক কর্মকান্ড সুধীমহলে ব্যাপক প্রশংসিত হয়েছে।