মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবান নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশকে গাড়ি উপহার দিয়েছে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
শনিবার (৪সেপ্টেম্বর) সকালে বান্দরবান জেলা পুলিশ সুপার কার্যালয়ের পুলিশ সুপার জেরীন আখতার নিকট গাড়িটি হস্তান্তর করেন রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এমডি এম এফ লতিফ শাহরিয়া জাহিদী।
এম এফ লতিফ শাহরিয়া জাহিদী বলেন, বাংলাদেশে বিভিন্ন পয়েন্ট হতে মাদক কারবারীদের চোরাচালান বেড়ে যাচ্ছে। পার্বত্য জেলাসহ মহানগরীতেও চোরা চালানে বড় মাদক সিন্ডিকেট আইনকে তোয়াক্কা না করে ব্যবসা চালিয়ে যাচ্ছে। এরই প্রেক্ষিতে নাইক্ষ্যংছড়ি ঘুমধুম তথ্য কেন্দ্র পুলিশ দিন রাত অভিযান অব্যাহত রেখেছে। সেই সাথে মাদকের বড় বড় সিন্ডিকেটকে আইনেরে আওতায় নিয়ে এসেছে।
তিনি আরো বলেন,নাইক্ষ্যংছড়ি ঘুমধুম ইউনিয়নে যে পরিমান মাদক চালান হচ্ছে সেটি কয়েকদিনের মধ্যে প্রমাণ পেয়েছে। মিয়ানমার সীমান্তবর্তীতে আরো কড়া নজরদারী রাখতে রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড পক্ষ হতে তৎপরতা চালাতে ও দেশকে সুরক্ষিত রাখতে গাড়িটি উপহার দিয়েছে।
এ সময় জেলা পুলিশ সুপার জেরীন আখতার, অতিরিক্ত পুলিশ সুপার কুদ্দুর ফরাজি, রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেড এমডি এম এ লতিফ শাহরিয়া জাহিদী, ডিজিএম সেলস পোগ্রামার আলাউদ্দিন আহম্মেদ, ইন- সার্ভিসেস লিমিটেড ডাইরেক্টর মোস্তাফিজুর রহমান, প্রকল্প সমন্ধয়কারী মশিউর আলম লিটন, ঘুমধুম ইউনিয়ন যুবলীগের সভাপতি ছৈয়দুল বশরসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।