নিজস্ব প্রতিবেদক, উখিয়া, কক্সবাজার:
কক্সবাজারের উখিয়ার কুতুপালং রোহিঙ্গা শিবিরে ৩ টি সিএনজি জব্দ করেছে। এসব সিএনজি শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করেছে ৮ আর্মড ব্যাটালিয়ন পুলিশ (এপিবিএন)৷
শুক্রবার সকাল ১১টায় কুতুপালং রেজিস্টার্ড ক্যাম্পের চেকপোস্টে জব্দ করা এসব গাড়ি শাহপুরী হাইওয়ে থানায় হস্তান্তর করা হয়।
জব্দকৃত সিএনজি নং-কক্স-থ-১১-১৭৬১, কক্স-থ-১১-৪৬৪৫ এবং অন্যটি নাম্বারবিহীন সহ ৩টি সিএনজি জব্দ করেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেন আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) -১৪’র অধিনায়ক পুলিশ সুপার নাঈম উল হক৷