নিজস্ব প্রতিবেদক:
“চারা রোপন করুন,বৃক্ষে পরিনত করুন” এই প্রতিপাদ্যে দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ পরিচালিত মাদরাসাতুল মদীনা হিফজ ও নাজেরা বিভাগে আলোচনা সভা ও বৃক্ষরোপন কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার সকালে ফয়জান গ্লোবাল রিলিফ ফাউন্ডেশনের আয়োজনে মাদরাসাতুল মদীনা হিফজ ও নাজেরা বিভাগের রিজার্ভ বাজার শাখায় এই কর্মসূচি পালিত হয়।
এসময় পার্বত্য চট্রগ্রাম শিক্ষা বিভাগের প্রধান সাফাইয়াতুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দা’ওয়াতে ইসলামী বাংলাদেশ কেন্দ্রীয় প্রকাশনা বিভাগের প্রধান আহমদ উল্লাহ আত্তারী।
বিশেষ অতিথি হিসেবে রাঙামাটি কাবিনার প্রধান সাদ্দাম হুসাইন আত্তারি, মাদ্রাসাতুল মদীনা হিফজ বিভাগের প্রধান শিক্ষক মঈনউদ্দিন,দাওয়াতে ইসলামীর পার্বত্য চট্রগ্রামের অর্থ সম্পাদক মোহাম্মদ জয়নাল আত্তারী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বৃক্ষরোপনের তাৎপর্য তুলে ধরা হয়।এবং সভাশেষে শহীদ আব্দুল আলী একাডেমীর মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।