মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টার:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী ও জাতিয় শোক দিবস উপলক্ষে খাগড়াছড়ির মানিকছড়িতে উপজেলা আনসার-ভিডিপি কার্যালয়ের উদ্যোগে অর্ধশতাধিক অসচ্ছল স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার (২৪ আগস্ট) বেলা ১১টায় উপজেলা আনসার-ভিডিপি কার্যালয় চত্তরে উপজেলার ৬০ জন অসচ্ছল স্বেচ্ছাসেবী আনসার-ভিডিপি সদস্যদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ৩ কেজি চাল, ৫০০ গ্রাম ডাল, ১কেজি আলু, ৫০০গ্রাম পেয়াজ ও ১ টি সাবান তুলে দেন উপজেলা আনসার ভিডিপি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা ও প্রশিক্ষক শেখ মুহাম্মাদ শোয়েব।