অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
দুর্ঘটনা জনিত কারণে অসুস্থ কাপ্তাই প্রেস ক্লাবের যুগ্ম সম্পাদক সাংবাদিক আলমগীর কবিরের পাশে দাঁড়িয়েছেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান।
মঙ্গলবার দুপুরে তিনি তার দপ্তরে সাংবাদিক আলমগীরের চিকিৎসার জন্য ব্যক্তিগত তহবিল র নগদ ৫ হাজার টাকা কাপ্তাই প্রেস ক্লাবের সভাপতি কবির হোসেন ও সাধারণ সম্পাদক ঝুলন দত্তের হাতে তুলে দেন। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মাঈনুল হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন। কাপ্তাই প্রেস ক্লাব নেতৃবৃন্দ অসুস্থ সাংবাদিকের পাশে দাঁড়ানোর জন্য ইউএনও মুনতাসির জাহানের প্রতি কৃতজ্ঞতা জানান।
উল্লেখ্য,প্রায় আড়াই মাস পূর্বে দূঘর্টনা জনিত কারণে সাংবাদিক আলমগীরের কোমর ও পায়ের হাড়ে মারাত্বক জখম হয়। বর্তমানে সে শয্যাশায়ী। উন্নত চিকিৎসার জন্য মোটা অংকের অর্থের প্রয়োজন। ওই পরিমাণ অর্থ খরচ করার সামর্থ তার পরিবারের নেই।