নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজারঃ
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পের চুরি করতে গিয়ে এক রোহিঙ্গা গৃহিণীকে কান কেটে গুরুতর জখম করার দায়ে এক রোহিঙ্গাকে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ।
সুত্রমতে, (বুধবার) সকালে ইরানী পাহাড় পুলিশ ক্যাম্পের আওতাধীন রোহিঙ্গা ক্যাম্প-১৭ শেডের বেড়া কেটে গোপনে পার্শ্ববর্তী মোঃ নবী হোসেন (৪০) এফসিএন ২৮৮১০৯, পিতা-মোঃ ইলিয়াস, ব্লক-এইচ ৯৮, ক্যাম্প-১৭ চুরির উদ্দেশ্যে প্রবেশ করে।
চোর নবী হোসেন ঘরে প্রবেশ করে গৃহিনী রেহেনা বেগম (২০) এর কানের দুল চুরি করার প্রাক্কালে তিনি চোরকে ঝাপটে ধরে ফেলেন। এ সময় চোর নবী হোসেন ওই ঘরে থাকা ধারালো দা দিয়ে রেহেনা বেগমকে শরীরের বিভিন্ন স্থানে উপর্যুপরি আঘাত করে পালিয়ে যায়। আহত অবস্থায় রেহেনা বেগম কে চট্টগ্রাম মেডিক্যালে প্রেরণ করা হয়েছে।
পুলিশ পরে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে চোর মোঃ নবী হোসেন (৪০)কে গ্রেফতার করেছে বলে বিষয়টি নিশ্চিত করেছেন ১৪ এপিবিএন এর এসপি মোঃ নাইম উল হক।
আটক আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য উখিয়ায় থানা প্রেরণ করা হয়ছে।