ইউনুছ আরফিন, বাঘাইছড়ি প্রতিনিধি: রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার ৩১নং খেদারমারা ইউনিয়নের “খেদারমারা ভাবনা কেন্দ্র” (বৌদ্ধ ধর্মীয় উপাসনালয়) পরিদর্শন ও অত্র বিহারের যৌগাসিদ্ধি ভান্তের সাথে সৌজন্য সাক্ষাৎ স্বরূপ আলোচনার উদ্দেশ্যে আগমন করে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের নবনিযুক্ত চেয়ারম্যান নিখিল কুমার চাকমা।
মঙ্গলবার (১৭আগষ্ট) সকাল ৯:৩০ ঘটিকায় খেদারমারা ইউনিয়নের দুরছড়ি বাজারে এসে পৌঁছায় চেয়ারম্যান নিখিল কুমার চাকমা তার সফর সঙ্গী হিসেবে ছিলো জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ জমির হোসেন, নির্বাহী প্রকৌশলী তুষিত চাকমা, জেলা পরিষদ সদস্য এলিপন চাকমা, উপসহকারী প্রকৌশলী হাসান মোহাম্মদ নোমান।
এসময় তাকে বাঘাইছড়ি উপজেলা আওয়ামী লীগ ও খেদারমারা ইউনিয়ন আওয়ামী লীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচছা জানানো হয়।
পরে ভাবনা কেন্দ্রের ধর্মীয় গুরু যৌগাসিদ্ধি ভান্তের সাথে সাক্ষাৎ করেন এবং ভান্তের দেশনা ও দিকনির্দেশনা মূলক আলোচনা সভায় যোগদান করেন। আলোচনা সভায় ধর্মীয় গুরু যৌগাসিদ্ধি ভান্তের অনুরোধে দুরছড়ি বাজার থেকে ভাবনা কেন্দ্র পর্যন্ত প্রায় সাড়ে তিন কিলোমিটার সড়ক তৈরি ও দুরছড়ি বাজারের প্রবেশ পথে জরাজীর্ণ সেতুটি নতুন ভাবে তৈরির প্রতিশ্রুতি প্রদান করেন চেয়ারম্যান নিখিল কুমার চাকমা। এছাড়াও দুরছড়ি বাজারে অবস্থিত কমিউনিটি সেন্টারে স্থানীয় নেতাকর্মী এবং ব্যবসায়ী নেতাদের সাথে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় মিলিত হন এতে পৌর মেয়র জাফর আলী খান, বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান, প্রেস ক্লাব সভাপতি দীলিপ কুমার দাশ, উপজেলা আওয়ামিলীগের সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিন মামুন, পৌর আওয়ামীলীগ সভাপতি জমির হোসেন উপস্থিত ছিলেন।
পরে আমতলী ইউনিয়নে উন্নয়ন বোর্ডের ১ কোটি ৫০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি সেতু পরিদর্শনসহ বেশকিছু চলমান উন্নয়ন কাজ পরিদর্শন করে নৌপথে লংগুদো উপজেলার উদ্দেশ্য রওনা করেন সেখানে ২০ কোটি ৬৪ লক্ষ টাকা ব্যয়ে তৈরি ৩৪৪ মিটার দীর্ঘ সেতু পরিদর্শন করবেন বলে জানা যায়।