মংহাইসিং মারমা; বান্দরবান প্রতিনিধিঃ
বান্দরবানে যথাযোগ্য মর্যাদা ও ভাবগম্ভীর পরিবেশের মধ্য দিয়ে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী ১৫ই আগস্ট জাতীয় শোক দিবস উদযাপন করা হয়েছে।
রবিবার (১৫ আগস্ট) বঙ্গবন্ধু মুক্তমঞ্চে সকালে জাতির পিতা শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং।
পরে পর্যায়ক্রমে সারিবদ্ধভাবে পুস্পস্তবক অর্পণ করেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা প্রশাসক ইয়াছমিন পারভীন তিবরীজি, পুলিশ সুপার জেরিন আখতার, আওয়ামীলীগের নেতাকর্মী,সরকারি -বেসরকারী কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা। এ উপলক্ষে সব সরকারি – আধাসরকারি ভবনে জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয়।
পুস্পস্তবক অর্পণ শেষে জাতীয় শোক দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামীলীগ বান্দরবান জেলা শাখার উদ্যোগে জেলা আওয়ামীলীগের কার্যালয়ে কোরআন খানি, দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষে আলোচনা সভা, বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনাসহ বিভিন্ন কর্মসূচী পালন করে আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনগুলো। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়েও এই কর্মসূচী পালন করা হয়।
প্রতিবছর ১৫ আগস্ট জাতীয় ও রাষ্ট্রীয়ভাবে এ দিবসটি শোকের সাথে পালন করা হয়। এ দিবসে কালো পতাকা উত্তোলন ও বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনিমিত রাখা হয়। ১৯৭৫ সালের ১৫ আগস্ট তারিখে বাংলাদেশ ও স্বাধীনতার স্থপতি শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়।