আজগর আলী খান,রাজস্থলী প্রতিনিধি :
রাঙামাটি পার্বত্য উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের ধলিয়া মুসলিম পাড়া নুরু আহম্মদের মেয়ে রিজিয়া বেগম ( রুপা আক্তার) বয়স-১৯ প্রেমের কারণে শেষ পর্যন্ত নৃশংসভাবে নিজের জীবন দিতে হলো প্রমিক বখাটে বাঙালহালিয়ার ডাক বাংলা বিহার পাড়ার রকি প্রকাশ (রক্যের) ছেলে কাজলের জন্য।
দীর্ঘদিন ধরে প্রেমের সম্পর্ক থাকায় কাজলে চরিত্র ভাল না থাকায় রিজিয়ার পরিবারের পক্ষ থেকে সম্পর্ক মেনে নেয়নি,নিহত রুপার বাবার সাথে আলাপ কালে তিনি বলেন, ৬/৭ পূর্বে রাঙ্গুনিয়ার বড়খোলা পাড়ার হায়দার সাথে রুপার বিয়ে হয়।
বিয়ের ৪ মাসের মাথায় রুপা অন্তসত্বা হয়ে পড়ে, গত ৭ আগষ্ট বেড়ানোর উদ্যােশে বাহির হলে খবর পেয়ে পুরোনো প্রেমিক কাজল রুপা কে ফোনের মাধ্যমে বিভিন্ন রকম কথা বলে হুমকি দেয়,রুপা নিরুপায় হয়ে কাজলের সাথে দেখা করেন।
রুপার বাবা আরো জানান, কাজল চরিত্রহীন বখাটে ও ইয়াবা সেবন কারী ছেলে। তার হাতে কত মেয়ে এ পর্যন্ত লাঞ্চিত ও নির্যাতিত হয়েছে শেষ নেই। স্থানীয় সূত্রে জানাযায়, পূর্বের ভালবাসার মানুষটির হাতেই এ দুনিয়া থেকে চীর বিদায় নিতে হল রুপা আক্তার কে।
নির্মম এই হত্যা কান্ডের বিচার চেয়ে বান্দরবান সদর থানায় মামলা করেন নিহত রুপার বাবা নুরুল ইসলাম ও স্বামী হায়দার আলী। মামলা নং ৮/৮/২০২১ ধারা ৩০২/২০১/৩৪ পেনেল কোর্ট ১৮৬০ রুজু করা হয়।
আসামী কাজল হোসেন ও তার পিতা রকি, প্রকাশ রক্যা পলাতক থাকায় পুলিশ তাদের খুঁছছে, এ বিষয়ে মামলার তদন্তকারী বান্দরবান সদর থানার এ এস আই গোবিন্দের সাথে কথা বলে জানাগেছে, আসামীদের আটক করার তৎপরতা রয়েছে।