খাগড়াছড়ি জেলার মহালছড়িতেও সারাদেশের ন্যায়
আজ ৪টি ইউনিয়নে ৬০০ করে মোট ২৪০০ জনকে প্রথম ডোজ গণ ভ্যাক্সিন প্রদানের কার্যক্রম শুভারম্ভ হয়েছে।
বাংলাদেশ আওয়ামী লীগ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী দলমত নির্বিশেষে আজ ৭ আগস্ট রোজ শনিবার সকাল ৯টা থেকে প্রতিটি ইউনিয়নের ১০টি কেন্দ্রে স্বাস্থ্যবিধি মেনে মহালছড়ি স্বাস্থ্য কমপ্লেক্স ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ধনিষ্টা চাকমার উপস্থিতিতে স্বাস্থ্য কর্মীগণ ২টি বুথ করে টিকা গ্রহণকারীরা সামাজিক দূরত্ব বজায় রেখে ভ্যাক্সিন গ্রহীতা জনগণকে ভ্যাক্সিন গ্রহণ করতে দেখা গেছে।
আজ সকালে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস, সিভিল সার্জন নুপুর কান্তি দাশ, উপজেলা নির্বাহী কর্মকর্তা জোবাইদা আক্তার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ভূমি সহকমিশনার তাহমিনা আফরোজ ভুইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোঃ জসিম উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ হারুনুর রশিদ, বয়োজ্যেষ্ঠ সাংবাদিক প্রেসক্লাব সভাপতি দীপক সেন ও উপজেলা আওয়ামী যুবলীগ সভাপতি দীপন ধর ও সাধারণ সম্পাদক মোঃ রেজাউল হক মাসুদসহ প্রতিটি গণ ভ্যাক্সিন কেন্দ্র পরিদর্শন করেছেন।
উক্ত এ মহতী কার্যক্রমে আইন শৃংখলার দায়িত্বে সেনাবাহিনী ও পুলিশ, সেচ্ছাসেবী হিসেবে মহালছড়ি উপজেলা ছাত্রলীগ ও সরকারি কলেজ ছাত্রলীগসহ যুব রেড ক্রিসেন্টের ভোলান্টিয়ার, গ্রামপুলিশের সদস্যগণ উপস্থিত থেকে কার্যক্রমকে গতিশীল করে তোলে।
তবে উল্লেখ্যে যে, ২৫ বছরের উর্দ্ধের নারী ও পুরুষ পৃথক পৃথক লাইনে দাঁড়িয়ে সিনোফার্মের টিকা গ্রহণ করছে। আগামী সেপ্টেম্বর মাসের ৭ সেপ্টেম্বর ২য় ডোজ ভ্যাক্সিন প্রদান সম্পন্ন করা হবে।