নিজস্ব প্রতিবেদক, উখিয়া, কক্সবাজার:
করোনা টিকাদান কার্যক্রমকে আরো গতিশীল করার লক্ষ্যে রাজাপালং ইউনিয়নে করোনা প্রতিরোধ কমিটির মতিবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রাজাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর কবির চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় করোনা টিকাদান কার্যক্রমকে কিভাবে গতিশীল করা যায় তা নিয়ে ব্যাপক আলোকপাত করা হয়। সভায় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি সদস্য- সদস্যাবৃন্দ, মুক্তিযোদ্ধা, রাজনৈতিক নেতৃবৃন্দ, শিক্ষক, এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় আগামী ৭ই আগস্ট রাজাপালং ১, ২, ৩ নং ওয়ার্ডের টিকাদান কর্মসূচী শুরু হবে বলে জানানো হয়।
মতিবিনিময় সভায় সভাপতির বক্তব্যে জাহাঙ্গীর কবির চৌধুরী বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে জনগণকে গণহারে টিকাদানের আওতায় আনার কার্যক্রমকে স্বাগত জানান। সেই সাথে জনগণ যাতে দ্রুত টিকার রেজিস্টেশন করে, সে আহ্বান জানানো হয়।
সভায় রাজাপপালং ইউপি’র ৯ নং ওয়ার্ডের সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিনসহ কমিটির সদস্যরা বক্তব্য রাখেন।