।।মাহাদী বিন সুলতান।।
নানিয়ারচরে শীতার্ত মানুষের পাশে দাঁড়ালো
ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট
(ইউপিডিএফ) গণতান্ত্রিক। অসহায় ও দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করে সংগঠনটি।
বৃহস্পতিবার ১৭ই ডিসেম্বর সকাল ১১ টায় উপজেলা প্রাঙ্গনে বিভিন্ন সম্প্রদায়ের ১৪০জন মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এসময় ইউপিডিএফ গণতান্ত্রিক এর কেন্দ্রীয় কমিটির সদস্য রনয় চাকমা, নানিয়ারচর উপজেলা ইউনিট প্রধান জ্ঞান চাকমা, রাঙামাটি জেলা কমিটির সদস্য অনিল চন্দ্র চাকমা, স্থানীয় ইউপি সদস্য মোঃ বাবুল মেম্বারসহ হেডম্যান-কার্বারী ও গন্যমান্যরা উপস্থিত ছিলেন।
ইউপিডিএফ গণতান্ত্রিক নেতৃবৃন্দরা জানান, সাধারণ মানুষের শীতের কষ্ট লাগব করে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে আমাদের এই উদ্যোগ। আগামীতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
নেতৃবৃন্দরা আরও জানান, সব সময় জনগণের পাশে থেকেছে ইউপিডিএফ গণতান্ত্রিক। এবং সব সময় পাশে থাকবে বলেও মন্তব্য করেন সংগঠনটির নেতারা।