করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় বেবী আক্তার (৪০) নামে এক মহিলার মৃত্যু হয়েছে। তিনি রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম মুসলিম পাড়া এলাকার খোরশেদ আলমের স্ত্রী। মঙ্গলবার সকাল ৬ টা ২৫ মিনিটে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে জানান চিৎমরম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান খাইসা অং মারমা।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য বিভাগের করোনার ফোকাল পারসন ডাঃ ওমর ফারুক রনি জানান গত ২৪ জুলাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা পরীক্ষায় তাঁর করোনা পজিটিভ আসে ।
মৃত্যুবরনকারী বেবী আক্তারের পরিবারের সদস্যরা জানান, গত ২৪ জুলাই তাঁর করোনা পজেটিভ আসার পর শারীরিক অবস্থার অবনতি হলে গত ২৫ জুলাই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। সেখানে তার শারীরিক অবস্থার আরো অবনতি হলে গত ২৮ জুলাই তাঁকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকালে তাঁর মৃত্যু হয়।
এই নিয়ে কাপ্তাইয়ে করোনায় ৪ জনের মৃত্যু হয়েছে।