রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলার ৩ নং বাঙালহালিয়া ইউনিয়নের শ্রী শ্রী দক্ষিণেশ্বর কালিমন্দিরের পাকা রাস্তার উপরে সবুজ কালারের সিএন জিতে মিললো দুইবস্তা( ৮০) লিটার দেশীয় চোলাই মদ। এ সময় ২ জন আসামী যথা ক্রমে, ফারুক,নূরনবী নামক এ দু জনকে আটক করেছে চন্দ্রঘোনা থানার পুলিশ। শুক্রবার রাত ৯ টায় গোপন সংবাদের ভিত্তিতে বাঙালহালিয়া বাজারের প্রাণকেন্দ্রে অভিযান চালিয়ে চন্দ্রঘোনা থানার এস আই মাহফুজ, এ এস আই, পদুমত্তুর ও বাঙালহালিয়া পুলিশ ক্যাম্পের এস অাই ( এবি) কামরুজামান সহ মদ পাচার কারি ও সবুজ কালারে সি এন জি, কে আটক করে।
বিষয়টি নিশ্চিত করেছেন, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, (ওসি) ইকবালবাহার চৌধুরী। তিনি জানান গোপন সংবাদের ভিত্তিতে চেক পোষ্ট বসিয়ে অভিযান কালে সি এন জি,ও ৮০ লিটার বাংলা মদ সহ, ফারুক ও নূরনীবে কে তল্লাসী করে আটক করা হয়। তিনি আরো বলেন, আমার পুলিশ সদস্যরা সুকৌশলে মাদক পাচারকারীকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে তাদের বিরুদ্বে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।