দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি:
খাগড়াছড়ির দীঘিনালায় জোন কর্তৃক ২৯ জুলাই (বৃহস্পতিবার) সকালে জোনাল ষ্টাফ অফিসার ক্যাপ্টেন সুহৃদ শুভানন এর উপস্থিতিতে দুরারোগ্য রোগে আক্রান্ত উপজেলার বাবুছড়া এলাকার মৃত আবদুস সালাম’র পুত্র হোসেন আলী ও সড়ক দুর্ঘটনায় আহত জামতলী এলাকার দেলোয়ার হোসেন’র পুত্র রাকিব হোসেনকে ২ জন রোগীকে চিকিৎসা অর্থ সহায়তা প্রদান করেছে সেনাবাহিনী।
চিকিৎসার জন্য আর্থিক সহায়তা পেয়ে বাংলাদেশ সেনাবাহিনী ও দীঘিনালা সেনা জোনের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন হোসেন আলী ও রাকিব হোসেন’র পিতা দেলোয়ার হোসেন।
দীঘিনালা জোন কর্তৃপক্ষ জানান, পাহাড়ে শান্তি-শৃঙ্খলা বজায় রাখার পাশাপাশি এলাকার জনসাধারণকে নানা সাহায্য সহযোগিতা প্রদান করে আসছে দীঘিনালা সেনা জোন। ভবিষ্যতেও এ কার্যক্রম অব্যাহত থাকবে।