নিজস্ব প্রতিবেদক,উখিয়া,কক্সবাজার।
বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের আজুখাইয়া সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ সাদেক স্থানীয় সংবাদকর্মীদের সাথে মতবিনিময় করেছেন।১৭ ডিসেম্বর সকাল ১১ টায় ঘুমধুম ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের আজুখাইয়াস্থ সংগঠনের অস্থায়ী কার্যালয়ে এ মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উখিয়া প্রেসক্লাবের সদস্য, সাংবাদিক ও মানবাধিকারকর্মী শ.ম.গফুর।
আজুখাইয়া সমাজ কল্যাণ পরিষদের সাংগঠনিক সম্পাদক শেখ মোঃ সাদেক মতবিনিময় কালে তাঁর এলাকায় মাদক নির্মুল,অসামাজিক কার্যকলাপ রোধকল্পে স্থানীয় যুব সমাজকে নিয়ে উক্ত সংগঠনের হয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছেন বলে দাবী করেন।সে আরো জানায় মাদকের ভয়াবহ আগ্রাসন থেকে ছাত্র ও যুব সমাজ কে রক্ষা করার জন্য উক্ত সংগঠনের পথচলা বলেও সে জানাই।তিনি এলাকার আত্নসামাজিক উন্নয়নে সকল শ্রেণিপেশার মানুষের এগিয়ে আসার উপর গুরুত্বারোপ করে আইনশৃঙ্খলা বাহিনী ও স্থানীয় জনপ্রতিনিধিদের ইতিবাচক ভুমিকার প্রত্যাশা করেন।
এসময় সংবাদকর্মী নুর মোহাম্মদ শিকদার,সংগঠনের মোঃইউনুস,স্থানীয় এক আওয়ামীলীগ নেতা আবদূর রহমান সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।