কাপ্তাই উপজেলার করোনার পূর্বের সব রেকর্ড ভেঙে একদিনে সর্বোচ্চ নতুন করোনা শনাক্ত হয়েছে ২৬ জন। সোমবার রাঙামাটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত রিপোর্টে ২৪ জন এবং এন্টিজেন টেস্টে ২ জন সহ মোট ২৬ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে বলে নিশ্চিত করেছে কাপ্তাই স্বাস্থ্য বিভাগ।
কাপ্তাই করোনার ফোকাল পার্সন ও আবাসিক মেডিকেল অফিসার ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে নতুন শনাক্ত হওয়া ২৬ জনের মধ্যে উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাসিন্দা রয়েছে। এছাড়া তিনি কাপ্তাইয়ে দিন দিন করোনা সংক্রমন বৃদ্ধি পাওয়ায় এলাকাবাসীকে যথাযথ স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি সরকারি নির্দেশনা মেনে চলতে অনুরোধ জানান।
এদিকে এ নিয়ে কাপ্তাইয়ে মোট করোনা শনাক্ত ৩৮৬ জন, মৃত্যু: -৩ জন।