মুজিববর্ষে অঙ্গীকার করি, সোনার বাংলা সবুজ করি এ প্রতিপাদ্য কে সামনে রেখে বিভিন্ন প্রজাতির চারা বিতরন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। ২০ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় রাঙামাটি জেলা পরিষদ বর্তৃক বরাদ্ধ কৃত বিভিন্ন চারা বিতরন কালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে হাসপাতালের সামনে চারা বিতরনের উদ্বোধন করেন রাঙ্গামাটি জেলা পরিষদের সদস্য নিউচিং মারমা। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অংনুচিং মারমা, মহিলা আওয়ামী লীগের সম্পাদিকা লংবতি ত্রিপুরা, রাজস্থলী প্রেস ক্লাব সভাপতি আজগর আলী খান, সহ উপকারভোগী গন। বিতরন কালে নিউচিং মারমা বলেন, গাছ হলো অামাদের জীবনের সব চেয়ে বড় বন্ধু। গাছ অক্সিজেন দিচ্ছে বিদায় আমরা নিঃশ্বাস গ্রহনের মাধ্যমে বেঁচে আছি। তাই দেশ কে বাচানোর জন্য অবশ্যই প্রতিটা মানুষের উচিত গাছ রোপন করা। গাছ রোপণের এ মহৎ উদ্যােগ কে সকলের মাঝে ছড়িয়ে দিতে হবে। সদস্য আরো বলেন এ সব চারা লাগানোর পরে স্ব- স্ব প্রতিষ্টানের সবাই কে গাছের চারা গুলো কে যত্ন নিতে হবে। গাছ প্রকৃতির ভারসাম্য রক্ষা করে তাই সবাই কে বেশি বেশি করে গাছ লাগাতে হবে। রাজস্থলী উপজেলার তিন টি ইউনিয়নের প্রায় ১২০ পরিবারের মাঝে এ চারা বিতরন করা হয়।