এম.এস.কে.খোকা,লোহাগাড়া প্রতিনিধিঃ
লোহাগাড়ায় থানা পুলিশের পৃথক অভিযানে ৯ হাজার ২শ পিস ইয়াবা ট্যাবলেট ও ১০ গ্রাম গাঁজাসহ ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময়
মাদক পরিবহন কাজে ব্যবহৃত ১টি প্রাইভেটকারও জব্দ করা হয়। ১৭ জুলাই দিনগত রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদকদব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে রোববার সকালে আদালতে সোপর্দ করা হয়েছে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলেন কক্সবাজার জেলার টেকনাফের চিলবুনিয়া পাড়া এলেকার মোঃ রফিকের পুত্র মোঃ ইয়াছিন (২০),রামুর চাকমারকুল এলেকার হামিদুল্লার পুত্র দিলমুহাম্মদ (২০),লোহাগাড়ার পদুয়া জলদাস পাড়ার নীল জলদাসের পুত্র সহদেব জলদাস (৩৫) ও চন্দনাইশের গাছবাড়ীয়া ছৈয়দাবাদ মধ্যম হাশিমপুর এলেকার মোঃ ইউসুফের স্ত্রী জান্নাতুল ফেরদৌস (৩৫)।
থানা সূত্রে জানা যায়, এসআই সামছু্দ্দৌহা সঙ্গীয় ফোর্সসহ উপজেলার চুনতির রেঞ্জ বন কর্মকর্তার কার্যালয়ের সামনে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে চট্টগ্রাম অভিমূখী একটি প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ৭ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ ইয়াছিন ও দিলমুহাম্মদকে আটক করে এবং মাদক পরিবহন কাজে ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করে। অন্যদিকে এসআই দুলাল বাড়ৈ সঙ্গীয় ফোর্সসহ একইস্থানে একটি যাত্রীবাহী মাইক্রোবাস গাড়ীতে অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ জান্নাতুল ফেরদৌসকে আটক করে। অপরদিকে এসআই মো: দেলোয়ার হোসেন সঙ্গীয় ফোর্সসহ উপজেলার পদুয়ার কাঁচাবাজার এলেকার ইলিয়াছের পানের দোকানের সামনের মাদক বিক্রির সময় ২শ পিস ইয়াবা ও ১০ গ্রাম গাঁজাসহ সহদেব জলদাসকে আটক করে থানা হেফাজতে নিয়ে আসে।
এব্যাপারে লোহাগাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাকের হোসাইন মাহমুদ বলেন মাদক ব্যবসায়ীদের আটক এবং মাদকদ্রব্য উদ্ধারে থানার নিয়মিত অভিযান চলছে। এরই ধারাবাহিকতায় ১৭জুলাই রাতে পৃথক পৃথক স্থানে অভিযান চালিয়ে ৪ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক পৃথক মামলা রুজু করে ১৮ জুলাই সকালে তাদেরকে চট্টগ্রাম আদালতে সোপর্দ করা হয়েছে । মাদকের বিরুদ্ধে চলমান এ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি জানান।