অর্ণব মল্লিক, কাপ্তাই প্রতিনিধি:-
কাপ্তাই উপজেলার কর্ণফুলী সরকারি কলেজে মহান বিজয় দিবস উপলক্ষে স্বাস্থ্যবিধি মেনে বুধবার (১৬ ডিসেম্বর) কলেজ মিলনায়তনে “জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে মুক্তিযুদ্ধের চেতনা ধারণ ও ডিজিটাল প্রযুক্তির সর্বোত্তম ব্যবহারের মাধ্যমে জাতীয় সমৃদ্ধি অর্জন”শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কর্ণফুলী সরকারি কলেজের অধ্যক্ষ এ.এইচ.এম বেলাল চৌধুরীর সভাপতিত্বে উক্ত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মুনতাসির জাহান এর গর্বিত পিতা বীর মুক্তিযোদ্ধা আবু তাহের মাসুদ। বিশেষ অতিথি হিসেবে অংশ নেন কাপ্তাই উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী।
এছাড়াও উক্ত আলোচনা সভায় অধ্যাপক পলাশ কান্তি মুৎসুদ্দির সঞ্চলনায় বক্তব্য রাখেন উপাধ্যক্ষ মো; সিরাজুদ্দীন, অধ্যাপক মো; আজিমুদ্দিন মিসেস সুলতানা রাজিয়া,নুরুল হুদা সাইফুল আলম,শিবু শংকর বোস ও শিক্ষার্থী রিয়াজুল ইসলাম প্রমুখ।
এদিকে আলোচনা সভার পূর্বে কর্ণফুলী সরকারি কলেজের শিক্ষক-কর্মচারি ও শিক্ষার্থীরা কলেজের শহীদ মিনারে স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং মুক্তিযুদ্ধের সকল বীর শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধায় পুষ্পস্তবক অর্পণ করেন।