কাপ্তাই উপজেলায় একদিনে সর্বোচ্চ আরো ১৯ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বৃহস্পতিবার কাপ্তাই স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এই তথ্য জানানো হয়। তৎমধ্যে রাঙামাটি পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী কাপ্তাইয়ে ১৬ জনের রিপোর্ট পজিটিভ এবং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এন্টিজেন টেস্টে ৩ জন করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ও করোনার ফোকাল পার্সন ডাঃ ওমর ফারুক রনি জানান, কাপ্তাইয়ে নতুন করোনা শনাক্ত হওয়া ১৯ জনের মধ্যে অত্র উপজেলার কেপিএম, চিৎমরম, মিশন, বড়ইছড়ি সহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছে। তিনি আবারো এলাকাবাসীকে করোনা সংক্রমন রোধে যথাযথ স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে চলার পরামর্শ জানান। এদিকে এনিয়ে কাপ্তাইয়ে মোট করোনা শনাক্ত ৩১১ জন।