নিজস্ব প্রতিবেদক:
খাগড়াছড়ি জেলা পরিষদ কর্তৃক পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
উক্ত এ মহতী উদ্যোগে পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ বশিরুল হক ভূঞার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান মংসুইপ্রু চৌধুরী(অপু) উপস্থিতিতে কেক কাটা ও আলোচনা সভার মধ্য দিয়ে প্রতিষ্ঠা বার্ষিকীর আয়োজন সম্পন্ন করা হয়।
১৫ জুলাই রোজ বৃহস্পতিবার দুপুরে জেলা পরিষদ সম্মেলন কক্ষে করোনায় পরিস্থিতি মাথায় রেখেই স্বাস্থ্যবিধি মেনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনের এই আয়োজন করা হয়।
এর আগে সকালে ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন উপলক্ষ্যে মন্ত্রণালয় থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক সভা আয়োজন করে। এতে মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং সম্মানিত অতিথি হিসেবে আলোচনা সভায় বক্তব্য রাখেন।
এ সময়ে খাগড়াছড়ি সিভিল সার্জন নুপুর কান্তি দাশ,জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মো: সাইফুল্লাহ, জেলা পরিষদ সদস্য মংক্যচিং চৌধুরী, নিলোৎপল খীসা,শুভ মঙ্গল কামনা, মেমং মারমা, হিরণ জয় ত্রিপুরা,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ফাতেমা মেহের ইয়াসমিন,খাগড়াছড়ি সদর উপজেলা চেয়ারম্যান মো: শানে আলম, সদর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বিশ্বজিত রায় দাশসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান চলাকালে পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা মুঠোফোনে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্যবৃন্দসহ উপস্থিত সকলকে অভিনন্দন জানান।
আলোচনা সভায় প্রধান অতিথি বলেন পার্বত্য চুক্তির পর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনায়ণ গঠনের ফলে বিগত ২৩ বছরে পাহাড়ের মানুষের ভাগ্যন্নোয়নসহ সকল ক্ষেত্রে উন্নয়নের দুয়ার খুলেছে। এরই ধারা অব্যাহত থাকায় পাহাড়ের মানুষ আজ উন্নয়নমূখী এবং সফলতার দিকে এগিয়ে চলেছে। সে সাথে পার্বত্যাঞ্চলের ধারাবাহিক উন্নয়ন তারই সুফল ভোগ করছে।
উল্লেখ্য যে দীর্ঘ ২ যুগের স্বশস্ত্র সংঘাত নিরসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর স্বাক্ষরিত পার্বত্য শান্তি চুক্তির শর্ত মোতাবেক ১৯৯৮ সালের ১৫ জুলাই পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করা হয়।