রাঙ্গামাটির বাঘাইছড়িতে উপজেলা প্রশাসনের অভিযানে সড়ক ও জনপদ বিভাগের জমিতে অবৈধভাবে গড়ে উঠা ২০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এসব স্থাপনার মধ্যে রয়েছে দোকান ১২টি, বাস কাউন্টার, বাকীগুলো টোলঘরসহ অফিস।
মঙ্গলবার (৬ জুন ২০২১) সকাল ১১টায় ২৭ বিজিবি (মারিশ্যা জোন) ও পুলিশের সহায়তায় ঘন্টাব্যাপী এই অভিযান পরিচালনা করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এসময় বাঘাইছড়ি পৌরসভার মেয়র মোঃ জাফর আলী খান ও বাঘাইছড়ি থানার ওসি আনোয়ার হোসেন খান উপস্থিত ছিলেন।
অভিযানের বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, উপজেলা সদর ও আশপাশের এলাকায় সৌন্দর্যবর্ধন এবং নতুন ব্রীজের সড়ক প্রশস্তকরণের লক্ষে এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। এই অভিযান চলমান থাকবে।
খাগড়াছড়ি সড়ক ও জনপদ বিভাগের উপবিভাগীয় প্রোকৌশলী সবুজ চাকমা বলেন, বাঘাইছড়িতে সড়কের দুই পাশে বহু অবৈধ স্থাপনা রয়েছে, ইতোমধ্যে আমরা সর্তকতামূলক বিজ্ঞপ্তি টানিয়ে দিয়েছি, খুব শীঘ্রই অবৈধ সকল স্থাপনা উচ্ছেদের বিষয়ে পদক্ষেপ নেয়া হবে।তিনি উপজেলা প্রশাসনের এই অভিযানকে স্বাগত জানান।