চলমান লকডাউন আরও এক সপ্তাহ বাড়িয়েছে সরকার। ফলে জনপদে স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব বজায় রাখাসহ মাস্ক পরিধান নিশ্চিত করতে রাজস্থলীতে কঠোরভাবে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে উপজেলা প্রশাসন।পাশাপাশি সেনাবাহিনী ও পুলিশ বাহিনী।
দেশে করোনার প্রকোপ আশংখ্যাজনকহারে বেড়ে যাওয়ায় স্বাস্থ্য বিষয়ক পরামর্শক কমিটির সুপারিশে প্রথমে ১-৭ জুলাই লকডাউন ঘোষণা করে সরকার। লকডাউনের ৫ম দিনে দেশে ১ শ ৬৪ জনের মৃত্যু ঘটে। মৃত্যু হার না কমায় ঘোষিত লকডাউন আরও ৭ দিন (১-১৪ জুলাই) বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।
ফলে রাজস্থলীতে চলমান লকডাউনে স্বাস্থ্যবিধি, সামাজিক দুরত্ব ও মাস্ক পরিধান নিশ্চিত করতে নিয়মিত অভিযান পরিচালনা করছে ভ্রাম্যমাণ আদালত।
৬ জুলাই মঙ্গলবার সকাল ১১ টায় পরিস্থিতি সরজমিন ঘুরে দেখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ( ইউএনও) শেখ ছাদেক রাজস্থলী সেনা ক্যাম্পের ক্যাপ্টেন দেবাশীষ সরকার, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মফজল অাহমদ খান । এ সময় নির্বাহী কর্মকর্তা যানবাহন চলাচল নিষেধেজ্ঞা জারি করেন, এবং স্বাস্থ্য বিধি সামাজিক দুরুত্ব বজায় ও রেখে চলা ফেরা করার জন্য আহবান জানান।