শ.ম.গফুর,উখিয়া,কক্সবাজার
মহান বিজয় দিবস উদযাপন উপলক্ষে উখিয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।১৬ ডিসেম্বর সকাল এগারোটার দিকে উপজেলা পরিষদ কনফারেন্সে রুমে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উখিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ।
সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ হামিদুর হক চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভুমি) আমিমুল আহসান খান ও উখিয়া থানা অফিসার ইনচার্জ আহমদ সঞ্জুর মোর্শেদ।সভায় মুক্তিযোদ্ধা,সাংবাদিক, জনপ্রতিনিধি,শিক্ষক ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রসঙ্গতঃবিজয় দিবসের প্রথম প্রহরে উপজেলা পরিষদ চেয়ারম্যান, উপজেলা নির্বাহী কর্মকর্তা সহ বিভিন্ন দপ্তরের পক্ষ থেকে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।