রাঙ্গামাটির বাঘাইছড়িতে পশ্চিম মুসলিম ব্লক এলাকার হেডম্যান সমাজের সচেতন যুবকদের উদ্যোগে করোনা মহামারির চলমান পরিস্থিতিতে উক্ত এলাকার আশপাশে বসবাসরত কর্মহীন অসচ্ছল ও দুঃস্থ গরীব পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
সোমবার (৫ জুলাই) বিকাল ৪:০০ টার দিকে উপকারভোগী পরিবারের বাসায় বাসায় গিয়ে এসব মানবিক খাদ্য সামগ্রী পৌঁছে দেন হেডম্যান সমাজের সভাপতি আহাম্মদ আলী নেতৃত্বে।
এসময় উপস্থিত ছিলেন হেডম্যান সমাজের সভাপতি আহাম্মদ আলী। সহ সভাপতি মোঃ চাঁন বাঁশি, সহ সভাপতি মোঃ হযরত আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রহিম, সহ সাধারণ সম্পাদক মোঃ জামাল হোসেন, সাংগঠনিক সম্পাদক মোঃ দুলাল মিয়া, মোঃ ফরিদ উদ্দিন সহ সমাজের গন্যমান্য ব্যাক্তিবর্গ।
মানবিক ত্রাণ সামগ্রী পেকেটে ছিল, লুঙ্গি, কাপড়, চাল, ঢাল, তেল, সেমাই, চিনি, আলু ও পেয়াজ।