রাজস্থলী(রাঙামাটি) প্রতিনিধি:-
রাঙামাটি জেলার রাজস্থলী উপজেলায় আরোও ৫ জনের করোনা পজেটিভ এসেছে বলে জানিয়েছেন রাজস্থলী স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়। বৃহস্পতিবার বিকেলে রাঙ্গামাটি পিসিআর ল্যাব থেকে আসা রিপোর্টে ৫ জনের দেহে করোনা ভাইরাস এর অস্তিত্ব ধরা পড়ে। আক্রান্তরা উপজেলা বড় কুইক্যাছড়ি ১ জন চাইংখ্যং ৩ জন, তুলাছড়ি পাড়ার ১ জন বাসিন্দা বলে স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়।
গত কয়েকদিন এর ব্যবধানে রাজস্থলীতে দ্রুত বৃদ্ধি পাচ্ছে করোনা রোগীর সংখ্যা। ফলে জনগণকে সচেতন করতে প্রতিদিন উপজেলা প্রশাসন এবং সেনাবাহিনী ও পুলিশ বাহিনী মাঠে কাজ করছে।এ দিকে অারো ৫ জনের নমুনা সংগ্রহ করে রাঙামাটি পিসিঅার ল্যাবে পাঠানো হয়েছে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ রুইহলাঅং মারমা জানান।