বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে কোভিট-১৯ এর চলমান পরিস্থিতি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পর্যায়ক্রমে মোবাইল কোর্ট পরিচালনা করছেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরিফুল ইসলাম।
আজ সোমবার (২৮জুন২০২১) সকাল ১১:০০ থেকে দুপুর ০১:০০ টা পর্যন্ত উপজেলার চৌমুহনীতে মোবাইল কোর্ট পরিচালিত হয়। উক্ত পরিচালনায় উপজেলা প্রশাসন, পুলিশ,বিজিবি উপস্থিত ছিলেন। এতে
মাস্কবিহীন এক মটর সাইকেল চালক কে জরিমানা করা হয়। সরকারি বিধিনিষেধ মেনে চলার জন্য মাইকিং করা হয়।
বিধিনিষেধ সমূহের মধ্যে বলা আছে যে, ২৮জুন থেকে ০১জুলাই পর্যন্ত সকাল ০৮:০০টা থেকে রাত ০৮:০০ টা পর্যন্ত নিত্যপ্রয়োজনীয় পণ্যের দোকান খোলা রাখতে পারবে। পণ্যবাহী গাড়ী ও রিক্সা ব্যাতীত সকল গণপরিবহন বন্ধ থাকবে। সকল শপিংমল, মার্কেট পর্যটন কেন্দ্র, রিসোর্ট, কমিনিউটি সেন্টার,ও বিনোদন কেন্দ্র বন্ধ থাকবে। খাবারের দোকান, রেস্টুরেন্ট, হোটেল সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত খোলা রাখতে পারবে। সরকারি বেসরকারি অফিসে প্রতিষ্ঠানসমূহে শুধুমাত্র প্রয়োজনীয় কর্মকর্তা কর্মচারি উপস্থিতি নিশ্চিত করতে নিজ নিজ অফিসের ব্যবস্থাপনায় তাদের আনা-নেওয়া করা যাবে।