মো. রবিউল হোসেন, স্টাফ রিপোর্টারঃ
সম্প্রতি যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয় University of Massachusetts Boston হতে বৃত্তি নিয়ে পিএইচডি (Doctor of Philosophy, PhD) ডিগ্রি অর্জন করার সুযোগ পেয়েছেন অ্যাটর্নি জেনারেল অফিসে অফিস অফিস সহকারী কাম- কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে কর্মরত আশুতোষ নাথ। তার এই অর্জনকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন পরিবারের সদস্য, নিকট আত্মীয় ও শুভাকাঙ্খীরা। আশতোষ নাথ খাগড়াছড়ি জেলার মানিকছড়ি উপজেলার পান্নাবিল এলাকার শ্রী মিলন নাথের ছেলে।
জানা যায় তিনি চলতি বছরের ১২ আগস্ট স্ত্রী গান্ধী দেবীসহ যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে রওনা দিবেন। সেখানে University of Massachusetts, Boston এ Medicine and Synthetic Organic Chemistry এর উপর পিএইচডি করবেন Fall-2021 সেমিস্টার থেকে। পাশাপাশি একই বিশ্ববিদ্যালয়ে Teaching Assistant হিসেবে কাজ করার কথা রয়েছে। আশুতোষ নাথ ২০০৮ সালে মানিকছড়ি রানী নীহার দেবী সরকারি উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক, ২০১০ সালে মানিকছড়ি গিরী মৈত্রী কলেজ থেকে উচ্চ মাধ্যমিক ও ২০১৪ সালে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন চট্টগ্রাম হাজী মুহাম্মদ মহসিন কলেজ থেকে রসায়নে বিভাগে বি এস-সি (অনার্স) এবং ২০১৯ সালে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে রসায়নে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। এরই মধ্যে আশুতোষ নাথের গবেষণা বিষয়ে তিনটি আর্টিকেল আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত হয়েছে।
এ বিষয়ে আশুতোষ নাথ বলেন, যুক্তরাষ্ট্রের University of Massachusetts Boston হতে পিএইচডি করার সুযোগ পাওয়ার খবরে অনেক আত্মীয়, বন্ধু, শুভাকাঙ্খী ও শ্রদ্ধেয় ব্যক্তিবর্গ সামাজিক যোগাযোগ মাধ্যমে শুভেচ্ছা জানিয়েছেন। আমি সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে সকলের আশির্বাদ প্রত্যাশী যাতে করে গবেষণা শেষ করে পরিবারের, সমাজের ও দেশের ভাবমুর্তি উজ্জ্বল করতে পারি।