ইউনুছ আরফিন, বাঘাইছড়ি প্রতিনিধি:
রাঙ্গামাটির বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে, UNDP-এর কারিগরি সহযোগিতার মাধ্যমে বাঘাইছড়ির ১৭-জন হেডম্যান ও ১৬৪-জন কারবারির মাঝে স্টিলের ফাইল কেবিনেট প্রদান করা হয়।
মঙ্গলবার (৮-জুন) দুপুর ১১:৩০ ঘটিকা উপজেলা বিশ্রামাগারে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে উপজেলার ৭টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৭ জন হেডম্যান ( ১ জন বাঙালী সহ) ও ১৬৪ জন কারবারিদের (৯ জন বাঙালি কারবারি সহ) মাঝে ফাইল কেবিনেট তুলে দেন, শ্যামল চাকমা- পোগ্রাম অফিসার,UNDP, উক্ত বিতরন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন UNDP-এর ডিষ্ট্রিক ফ্যাসিলেটর জনাব অনুপম চাকমা।