ইউনুছ আরফিন (বাঘাইছড়ি প্রতিনিধি):
রাঙ্গামাটির বাঘাইছড়িতে করোনার ভয় কাটিয়ে মানুষ যখন স্বাভাবিক জীবন শুরু করেছে, ছাত্র/ছাত্রীরা যখন স্কুল কলেজে যাওয়ার স্বপ্ন বুনছে ঠিক তখনি কোভিট-১৯ এর থাবায় জনমনে আতংক বিরাজ ছড়াচ্ছে।
বাংলাদেশের দক্ষিণ পূর্বকোণে ভারতের মিজোরাম সীমান্তবর্তী এই উপজেলায় দীর্ঘদিন করোনা সনাক্তের হার শূন্যের কোঠায় থাকলেও রবিবারের করোনা নমুনা পরীক্ষায় ৬ জনের শরীলে করোনা সনাক্ত হয়। আক্রান্ত ৪ জনকে প্রাতিষ্ঠানিক হোম কোয়ারান্টাইন ও দুইজনকে নিজ বাড়ীতে কোয়ারান্টাইনে রাখা হয়েছে বলে নিশ্চিত করেন বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শরিফুল ইসলাম ।
এদিকে উপজেলায় হঠাৎ করোনা সনাক্তের খবরে পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। ফলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বারতি সচেতনতায় ৬ জুন রবিবার বিকালে মাইকিং এর পাশাপাশি উপজেলার বিভিন্ন হাট বাজার ও বিপনী বিতানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এসময় মাস্ক পরিদান না করা এবং অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রাখায় বেশ কয়েকজন পথচারী ও বিসমিল্লাহ হোটেলের কাছ থেকে আর্থিক জরিমানা আদায় করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল ইসলাম। এসময় পথ চারিদের মাঝে মাস্ক বিতরনের পাশাপাশি অনেক প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়।