মিঠুন সাহা, নিজস্ব প্রতিনিধি, পানছড়ি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার কৃত্রিম প্রজনন কার্যক্রম সম্প্রসারণ ও ব্রণ স্থানন্তর প্রযুক্তি বাস্তবায়ন প্রকল্প ( ৩য় পর্যায়) এর আওতায় ৩ দিন
ব্যাপী কৃত্রিম প্রজনন সম্প্রসারণ ও বাস্তবায়ন শীর্ষক খামারী প্রশিক্ষণ কর্মসূচি শুরু হয়েছে।
২ জুন বুধবার সকাল ১১ টার সময় উপজেলা প্রাণী সম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর বাস্তবায়নে শিল্পকলা একাডেমি ভবনে ১ম দিনে ৪০ জন প্রশিক্ষনার্থীদের প্রশিক্ষণ দেন।
এই সময় উপস্থিত থেকে প্রশিক্ষণ প্রদান করেন পানছড়ি উপজেলার প্রাণী সম্পদ কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) ডাঃসরকার আশরাফুল ইসলাম ও ভেটেরিনারি সার্জন ডাঃ মৃদুল কান্তি দেব।