(রিপন ওঝা,মহালছড়ি)
খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলায় আজ ১২.৩০ঘটিকায় মহালছড়ি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিপুল বিকাশ খীসার পিতা ২৫৪ নং কেরেংগানাল মৌজার হেডম্যান শ্রদ্ধেয় সুধাংশু বিকাশ খীসা খাগড়াছড়ি সদর হাসপাতালে মৃত্যুবরণ করেন।
হেডম্যান শুধাংসু বিকাস খীসার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি এবং তাহার বিদেহী আত্মার শান্তি কামনা করছি।
তিনি পরিবারে অনেক গুণগ্রাহী আত্মীয় স্বজন রেখে গেছেন। চলতি বছরে ২১ ফেব্রুয়ারি তাঁর সহধর্মিণী (প্রতুল খীসা ও নিপুল বিকাশ খীসার মাতা) খাগড়াছড়ি হাসপাতালে মৃত্যু বরণ করেন। তাঁদের উভয়ের পারলৌকিক কর্মের সদগতি হোক কামনা করছি।