ইউনুছ আরফিন,বাঘাইছড়ি প্রতিনিধি:
বাঘাইছড়ির ৩৫-নং বঙ্গলতলী ইউনিয়নের জ্যোতিময় কার্বারী পাড়ার সি-ব্লক এলাকায় আগুনে পুড়েছে ভাগ্যধন চাকমার বসতঘর।
শনিবার (২৯মে) সকাল ৮:৩০ এর দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উক্ত অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় রান্নাঘরের আগুন থেকে। ৪০ মিনিট আপ্রানচেষ্টা করে এলাকাবাসী ও সেনাবাহিনী মিলে আগুন নিয়ন্ত্রণে আনেন বলে জানা যায়। সে সময় ঘরে কেউ না থাকায় হতাহতের ঘটনা ঘটেনি। ঘরের আসবারপত্র, ফার্নিচার,কাপড়চোপড় সহ সব ধরণের মালামাল পুড়ে ধারনা করা হচ্ছে ৪/৫ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।