(রিপন ওঝা,মহালছড়ি)
মহালছড়িতে বাংলাদেশ জাতীয় পার্টি উপজেলা শাখার দ্বি-বার্ষিক কাউন্সিল ১৩ ডিসেম্বর রবিবার বিকাল ৩ ঘটিকায় সময় মহালছড়ির সিএমবি মাঠে উক্ত কাউন্সিল সম্পন্ন হয়েছে।
অদ্য কাউন্সিলে প্রধান অতিথি হিসেবে খাগড়াছড়ি জেলার জাতীয় পার্টির আহবায়ক ও খাগড়াছড়ি পার্বত্য জেলার পরিষদের সাবেক চেয়ারম্যান মনিন্দ্র লাল ত্রিপুরা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির সদস্য সচিব প্রকৌশলী বাবু কেশব লাল দে এবং বিশেষ অতিথি হিসেবে মোঃ ফিরোজ আহমেদ, আবুল হোসেন, মোঃ শহিদুল্লাহ, মোঃ আমিনুল হক, মোঃ আবুল কাসেম, মহালছড়ি উপজেলা শাখার জাতীয় পার্টির সাবেক সভাপতি ও খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বাবু রুইথি কার্বারী ও জাতীয় পার্টি মহালছড়ি উপজেলা শাখার বিভিন্ন ইউনিয়নের নেতাকর্মী সহ বহু কর্মী সমর্থকগোষ্ঠী উপস্থিত ছিলেন।
কাউন্সিল শুরু হওয়ার আগে খাগড়াছড়ি থেকে আগত জাতীয় পার্টির সকল নেতাকর্মীদের ফুলের তোড়া দিয়ে বরণ করে নেওয়া হয়। প্রধান অতিথি বক্তব্যে বলেন আমরা সরকার গঠন করলে সকলকে স্তর বিশেষে সহযোগিতা করা হবে।
উক্ত দ্বি-বার্ষিক কাউন্সিলে সভাপতি পদে কংজরী কার্বারী, সাধারণ সম্পাদক পদে সুপায়ন চাকমা, সাংগঠনিক সম্পাদক পদে মোঃ রফিকুল ইসলাম, মহিলা সম্পাদিকা পদে সানু মার্মা সহ মোট ১০১ সদস্য বিশিষ্ট মহালছড়ি উপজেলা কমিটি গঠন করা হয়।